মিশরে ৮০ জনের বেশি যাত্রীবাহী ইজিপ্ট এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীন বিমান ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমানটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, মিশরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটিতে একাধিক ছিনতাইকারী রয়েছে। মিশরের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পাইলটকে আত্মঘাতী বিস্ফোরণের হুমকি দিয়ে সাইপ্রাসে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিবৃতিতে আরও জানিয়েছে, বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার সহ মোট ৬১ জন ছিল। এর আগে জানা গিয়েছিল এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।
Read More News
CoinWan Latest Banlga Newspaper