কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাহ মোড়ে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা তনু হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা দেড়টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে এতে আরও শিক্ষার্থী যোগ দেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে তিনটার পর শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত ২০শে মার্চ কুমিল্লা সেনানীবাস এলাকায় সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ হত্যাকা-ের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকাল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘণ্টার মানববন্ধনের কর্মসূচি দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
Read More News
CoinWan Latest Banlga Newspaper