আফগানিস্তানের বাগরাম বিমানবন্দর থেকে উড্ডয়নকালে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। একজন কর্মকর্তা একথা জানান।
পেন্টাগন প্রেস সেক্রেটারি পিটার কুক জানান, বিমানটি স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে বিধ্বস্ত হয়।
কুক বলেন, জোট বাহিনী বিধ্বস্তের স্থানটি ঘিরে রেখেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।
তালেবানের দাবি, তাদের যোদ্ধারা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। বিমানটির সকল আরোহী নিহত হয়েছে।
তবে কুক জানায়, শত্রু পক্ষের হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে তাৎক্ষণিকভাবে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাগরাম আফগানিস্তানের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। এটি কাবুলের উত্তরে অবস্থিত।
Read More News
CoinWan Latest Banlga Newspaper