ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে উদ্ধারকৃত পালমিরায় গণকবরের সন্ধান পেয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী পালমিরার একটি গণকবর থেকে ৪০ টি লাশ উদ্ধার করেছে।
শহরের উত্তর-পূর্ব এলাকায় পাওয়া গণকবরটি থেকে নারী, পুরুষ ও শিশুদের লাশ পাওয়া গেছে। সেনা সূত্রে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এদের কাউকে শিরশ্ছেদ করে ও অন্যদের গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতরা সরকার অনুগত বাহিনী ও মিলিশিয়া সদস্য। তাদের পরিবার ও নিকটাত্মীয়দেরও হত্যা করেছে।
CoinWan Latest Banlga Newspaper