রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন।
ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে ‘ইতিহাস কথা বলে-সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’, ট্রাস্টের অধীনে দেশব্যাপী শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মেমোরিয়াল ট্রাস্টের ‘বোর্ড অব ট্রাস্টির’ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Read More News
সেখানে আরও উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, স্থপতি রবিউল হোসাইন, মেজর জেনারেল (অব) আব্দুল হাফিজ মল্লিক, শেখ কবির হোসাইন, রবিউল হাসান অভি, বেগম সাইয়েদা হোসাইন জামান শেলি, শাহানা ইয়াসমিন, ফরিদা শেখ, এমএ রফিক ও শেখ হাফিজুর রহমান।
CoinWan Latest Banlga Newspaper