গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি হরিণাচালায় এক কিশোরীকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় রোববার দুপুরে তিন ‘ধর্ষকসহ’ এক নারীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি হরিণাচালা এলাকার মো. আব্দুল রহিম ফিডারের ছেলে শেখ শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৮), একই এলাকার গোলাম মোর্শেদের ছেলে মো. নাহিদ খান (২৭), মো. আজিবরের ছেলে সুজন (৩০) ও মুদি দোকানদার মুক্তা বেগম (৩৬) ।
ওই কিশোরীর মা জানান, কোনাবাড়ি হরিণাচালা আমতলায় একটি পোশাক কারখানায় তার মেয়ে কাজ করে।
‘কাজ শেষে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসায় ফেরার সময় পূর্ব পরিচিত স্থানীয় মুদি দোকানদার মুক্তা বেগম মেয়েকে দরকার আছে বলে পাশের সুমনদের বাসায় ডেকে নিয়ে সপ্তম তলার একটি কক্ষে তালা দিয়ে আটকে রাখে।’
পরে শহিদ, নাহিদ ও সুজন তাকে বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে খুন করার হুমকি দিয়ে ছেড়ে মেয়ে দেয় বলে জানান তিনি।
Read More News
শনিবার মেয়ে বাসায় ফিরলে ঘটনা জানতে পেরে স্থানীয় কাউন্সিলর সেলিম রহমানকে জানান তারা।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, কাউন্সিলর সেলিম রহমান মুক্তা ও তিন যুবককে রোববার তার কার্যালয়ে ডেকে আনেন এবং বিষয়টি পুলিশকে জানান।
‘দুপুরে তাদের আটক এবং ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে থানায় পাঠানো হয়।’
CoinWan Latest Banlga Newspaper