রাজধানীর রূপনগর এলাকায় সকালে দুই মুখোশধারীর ছোড়া এসিডে ঝলসে গেছে এক গৃহবধূর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রূপনগর থানা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এসিড হামলার শিকার ওই নারীর নাম মাহফুজা আক্তার সুবর্ণা (৩৫)। তিনি এ ঘটনায় তাঁর স্বামী সুরুজ মিয়াকে সন্দেহ করছেন।
এসিড নিক্ষেপের ঘটনায় সুরুজ মিয়াসহ সুবর্ণার মেয়ে রিমা আক্তার (১০), বোন নিলুফার আক্তার (২৮) সামান্য দগ্ধ হয়েছেন।
Read More News
সুবর্ণা জানান, আজ সকাল ৬টার দিকে টোকা দেওয়ার শব্দে দরজা খুলে দেখেন দুজন মুখোশধারী। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে তারা। এ সময় সুবর্ণার চিৎকার শুনে তাঁর মেয়ে, বোন ও স্বামী তাঁকে ধরতে আসলে তাদের হাতেও এসিড লাগে। এতে তারা সামান্য দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকাল ৭টার দিকে দগ্ধ সুবর্ণাকে ঢামেকে নিয়ে আসেন তাঁর স্বামী। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে স্বামী সুরুজকে আটক করা হয়েছে। তাঁকে ঢামেক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper