বিয়ের ফুল ফুটেছে, খুশিতেই বিপাশা ইনস্টাগ্রামে তুলে দিলেন জুটির ছবি, সেই সঙ্গে আনন্দ সংবাদ। এপ্রিলের ৩০ তারিখে শুভ পরিণয় সারছেন বিপাশা-করণ। ৩৪ বছরের পাত্র ইতিমধ্যে দুটি বিয়ে পেরিয়ে এলেও ৩৭ বছরের কনের এই প্রথম। হয়ত সেই কারণেই খাঁটি বাঙালি রীতি মেনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ের পরের দিন মুম্বাইয়ের এক পাঁচতারায় রিসেপশন। সেখানে হাজির থাকবে তামাম বলিউড। এইদিন বিপাশা-করণের যৌথ ঘোষণার পর প্রিয়াঙ্কা চোপড়া টুইট করে শুভেচ্ছা জানান হবু দম্পতিকে।
Read More News