বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নেতাদের নাম ঘোষণা করেন।
বিএনপির সাতজন যুগ্ম মহাসচিব হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ ও লায়ন আসলাম চৌধুরী।
Read More News
সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফজলুল হক মিলন (ঢাকা), শাহাদাৎ হোসেন (চট্টগ্রাম), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (রাজশাহী), বিলকিছ শিরীন (বরিশাল), আসাদুল হাবিব দুলু (রংপুর), ইমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ) ও শামা ওবায়েদ (ফরিদপুর সাংগঠনিক বিভাগ)।
গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান পুনর্নির্বাচিত হন। কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নিযুক্ত হন রুহুল কবির রিজভী।
CoinWan Latest Banlga Newspaper