রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট।
আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করেন।
Read More News
ওই তিন ট্যানারি মালিক হচ্ছেন পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।
এর আগে গত ২৩ মার্চ রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা স্থানান্তরে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় ব্যাখ্যা জানতে ১০ ট্যানারি মালিককে তলব করেন হাইকোর্ট।
CoinWan Latest Banlga Newspaper