‘বেবি ডল’ বা ‘লায়লা’র জাদুতে এর আগেই মজেছেন দর্শক। এ বার তিনি জুলিয়েট। তিনি সানি লিওন।
তবে শেক্সপিয়রের জুলিয়েট নন। তিনি এ বার আহমেদ খানের জুলিয়েট। পঞ্জাবি ছবি ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’-এর হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নায়িকা। তাঁর বিপরীতে থাকছেন টেলিভিশন অ্যাঙ্কর মণীশ পল।
Read More News
বহুদিন ধরে শোনা যাচ্ছিল ছবিটি প্রযোজনা করবেন সলমন খান। কিন্তু শেষ পর্যন্ত আহমেদ খানের প্রযোজনাতেই ছবিটিতে সই করেছেন সানি। আপাতত জুলিয়েট হওয়ার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন নীরু বাজওয়া এবং দলজিত্ দোসাঞ্জ। তবে সানির পারফরম্যান্সে রিমেক দিয়েও বক্স অফিস বাজিমাত্ করার আশা করছেন প্রযোজক।
CoinWan Latest Banlga Newspaper