রিয়েল লাইফে দু’জনের মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু তাও সম্মুখ সমরে সলমন খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন।
প্রাক্তন এই জুটি কেন লড়াই শুরু করেছেন জানেন?
Read More News
আসলে আগামী ১৪ এপ্রিল একই সঙ্গে মুক্তি পাচ্ছে ঐশ্বর্যা অভিনীত ‘সর্বজিত্’ এবং সলমন অভিনীত ‘সুলতান’-এর ট্রেলর। তাই বড় পর্দার যুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছেন তারকারা। দর্শকরা কাকে বেশি মার্কস দেবেন তা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। কুস্তিগীর ‘সুলতান’ নাকি ‘সর্বজিত্’-এর দিদি দলবীর কউর— শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার।
CoinWan Latest Banlga Newspaper