প্রত্যেক নামী কোম্পানির ট্যাগ লাগানোর একটা বিশেষ জায়গা আর নকশা থাকে। যা দেখে সহজেই চিনতে পারা যায়।

জামাকাপড় কিনতে দোকানে গেলেই ব্যবসায়ীরা ব্র্যান্ডেড বলে যে সব পোশাক আপনাকে গছায়, জানেন কি সেগুলো আদৌ ব্র্যান্ডেড কি না?
Read More News

ব্র্যান্ডেড কোম্পানির ট্যাগ লাগানো দেখলেই আমরা সেই পোশাক কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি। অথচ একবারও ভাবি না, এত সস্তায় কী ভাবে তা বিক্রি করছেন ব্যবসায়ীরা!

ব্র্যান্ডেড পোশাকের পরিচয় তার ট্যাগ। ট্যাগ লাগানোর জায়গা দেখেই বুঝে নিতে পারেন এটা আসল কি না।

যখনই পোশাক কিনবেন, তা অবশ্যই পরে দেখবেন। কারণ ব্র্যান্ডেড পোশাকের ফিটিংস অন্য পোশাকের থেকে ভাল হয়।

CoinWan Latest Banlga Newspaper