রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা ভয়াবহ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।
আজ রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত ৮টার দিকে হাসিনা মার্কেটে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মার্কেটটি জনতা টাওয়ারের পাশে। রাত ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
Read More News
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।কালবৈশাখীর পর হঠাৎ অগ্নিকাণ্ডে রাজধানীর বৃহত্তম পাইকারি বাজারের মার্কেটের প্রায় ১৮৮টি দোকান পুড়ে গেছে। ভস্মিভূত হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ভোগ্য পণ্য। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কার্যালয়ে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীদের স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশী, তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে মোট ২২টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নির্বাপণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।