আজ সারাদেশের কোথায়ও চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস শুরু হবে সোমবার থেকে। আর ২২ মে দিবাগত রাতে পালিত হবে শবে বরাত। শনিবার মাগরিবের নামাজ শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ২৯ রজব। কিন্তু আজ সারাদেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৮ মে ৩০ রজব পূর্ণ হবে। এ হিসাবে ৯ মে পহেলা শাবান মাস।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৮ মে, ২০১৬ খ্রিস্টাব্দ পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৯ মে, ২০১৬ খ্রিস্টাব্দ সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।
Read More News
এই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৩৭ হিজরি, ২২ মে, ২০১৬ খ্রিস্টাব্দ রোববার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
CoinWan Latest Banlga Newspaper