বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ নগরীর জিমনেশিয়ামে দুই দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সর্বক্ষেত্রেই ডিজিটালের ছোঁয়া। এ দেশ আর আগের মতন নেই। সর্বত্রই এখন ডিজিটালের বিপ্লব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে বদলে গেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
Read More News
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী এবং জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক।
CoinWan Latest Banlga Newspaper