টাইম ম্যাগাজিনে ২০১৬ সালে প্রচ্ছদে উঠে এসেছেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন হলিউডে ব্যস্ত সময় কাটছে তাঁর। বেওয়াচ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তারকা রেসলার ও অভিনেতা ডোয়াইন জনসন, যিনি দ্যা রক নামে খ্যাত। টাইম ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় প্রিয়াঙ্কাকে নিয়ে লিখেছেন দ্যা রক।
Read More News
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি তার নাম শুনেছি। জানতে পেরেছি যে তার নাম ও প্রিয়াঙ্কা সম্পর্কে। সে আমাকে মুগ্ধ করেছে সে খুবই সুন্দর, প্রায় ৫০টি ছবি করেছে, অজস্র পুরস্কার জিতেছে মেধাবী এক তারকা প্রিয়াঙ্কা ।
CoinWan Latest Banlga Newspaper