তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শনিবার এক জাকজমক ও কড়া নিরাপত্তাপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের কন্যা সুমাইয়ার সঙ্গে প্রতিরক্ষা শিল্পপতি সেলচুক বাইরাকতারের সঙ্গে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তুর্কি সংবাদ মাধ্যমে ৩০ বছর বয়সী সুমাইয়াকে মাথায় ইসলামি স্কার্ফ পরে বিয়ের জন্য সাজানো গাড়িতে বসে থাকতে দেখানো হয়। এরদোগান ও তার স্ত্রী এমিনের চার সন্তান। দুই ছেলে বোরাক ও বিলাল এবং দুই মেয়ে এসরাহ ও সুমাইয়া। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৬ হাজার মেহমান বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগ্লু বিবাহ অনুষ্ঠানে সুমাইয়ার এবং সেনা প্রধান হুলুসি বরের পক্ষে সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper