আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিদেশ থেকে দেশে আসা ফোন কলের ওপর সরকার নির্ধারিত মূল্য বহাল থাকবে এই মর্মে আদেশ দিয়েছেন।
এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদন নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার।
এ বিষয়ে বিটিসিএল নির্ধারিত প্রতি মিনিটে ২ সেন্ট (প্রায় ১টাকা ৬০ পয়সা) হারেই বাংলাদেশ সরকারকে মূল্য পরিশোধ করতে হবে চারটি আন্তর্জাতিক কল স্থানান্তর প্রতিষ্ঠানকে।
Read More News
আজ আদালতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিসিএল) পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ এবং চার প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন শুনানিতে অংশ নেন।
CoinWan Latest Banlga Newspaper