জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করাটা বাংলাদেশের বড় ভুল বলে মনে করছে তুরস্ক।
ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড. বুরাক আকচাপার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। ড. বুরাক ঢাকাতেও তুরস্কের কূটনৈতিক কার্যক্রম তদারকি করছেন।
Read More News
বাংলাদেশের নিজস্ব একটি বিচার প্রক্রিয়া নিয়ে তুরস্ক কেন এত কঠোর অবস্থান নিয়েছে, এমন প্রশ্নের জবাবে বুরাক জানান, তুরস্কের এই কঠোর অবস্থান সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এই ফাঁসি কার্যকর করায় তারা যে ক্ষুব্ধ, সেটা প্রকাশ করাটা তুরস্কের অধিকারের মধ্যেই পড়ে। তুরস্ক নিজামীকে কোনো যুদ্ধাপরাধী নয়, বরং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখছে।
বুরাক বলেন, একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো যে কখনোই সমীচীন নয়, আমাদের এই দৃষ্টিভঙ্গিটা স্পষ্টভাবে জানানোর প্রয়োজন ছিল। বাংলাদেশের মানুষকে আমরা বন্ধুর মতো, ভাইয়ের মতো ভালোবাসি বলেই তাদের এই বার্তাটা দিতে চেয়েছি যে এভাবে কোনো উদ্দেশ্য সিদ্ধি করা যায় না।