বলিউড সুপার স্টার জন্য সালমান খান প্রেমিকার অনুষ্ঠানের প্রচারের জন্য এবার আটঘাট বেঁধে মাঠে নামছেন । সম্প্রতি একটি টুইটারে এই তারকা অভিনেতা জানিয়েছেন তিনি তার ‘প্রেমিকা’ লিউলিয়া ভেঞ্চুরের রিয়েলিটি শো ‘দ্য ফার্ম’-এর জন্য প্রচারে মাঠে নামছেন।
এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি এই শোটি করার কথা ভাবছি অনেক দিন আগে থেকেই। এটা অনেকটা বিগ বসের মতো।তবে এর মূল বিষয় ফার্ম বা খামার।’
Read More News
লিউলিয়া ভেঞ্চুর ‘দ্য ফার্ম’ নামের এই রোমানিয়ান রিয়েলিটি শো অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে আছেন ।
CoinWan Latest Banlga Newspaper