গত বুধবার লন্ডনের একটি হোটেলে বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চেষ্টা করছি। বাংলাদেশে বিনিয়োগ করা দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ন ও বড় দেশ হচ্ছে যুক্তরাজ্য। আমাদের ২৪০টি কোম্পানি বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করছে। দেশের প্রতি প্রেম ভালবাসা রয়েছে উল্লেখ করেন। রুশনারা দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন।
Read More News
উল্লেখ্য যে রুশনারা আলী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি। তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।