বুধবার ভোরে রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মফিজউদ্দিন (৩৭) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বুধবার ভোরে পৃথক এই দুর্ঘটনা দুটি ঘটে।
Read More News
ভোর ৫টার দিকে খিলক্ষেত রেলগেটে এলাকায় ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিনের মৃত্যু হয়। তিনি চাঁদপুর উত্তর মতলব এলাকার ইসাক প্রধানের ছেলে। তিনি খিলক্ষেত কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং কাঁচামালের ব্যবসা করতো বলে জানা গেছে।
কুড়িল বিশ্বরোড় জোয়ার সাহারা এলাকায় একই সময়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় এক যুবক মারা যান।
CoinWan Latest Banlga Newspaper