কারিনা কাপুর মা হতে যাচ্ছেন। বর্তমানে তিনি সাড়ে তিন মাসের গর্ভবতী। তবে খবর সত্যি না মিথ্যা তা খান পরিবারের কেউই নিশ্চিত করেননি। তবে কারিনার বাবা রনধীর কাপুর তার মেয়ে মা হতে যাচ্ছেন এমন খবর সত্যি বলে জানিয়েছেন। স্থানীয় সেলিব্রেটি ওয়েবসাইট পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা গর্ভবতী বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে তার মেয়ে বা মেয়ের জামাই এ ব্যাপারে তাকে এখন পর্যন্ত কিছুই জানাননি বলে সাক্ষাৎকারে বলেন তিনি।
Read More News
CoinWan Latest Banlga Newspaper