বাগদাদে বোমা হামলায় ১৫ জনের প্রাণহানি

ইরাকের বাগদাদে পৃথক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শনিবার বাগদাদের একটি পুলিশ চেকপোস্ট ও রেস্তোরাঁ ও দুটি মার্কেটে এ ঘটনা ঘটে। আল-জাজিরা জানায়, রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে টারমিয়া চেকপোস্টে আত্মঘাতী হামলায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হন। নিহতদের মধ্যে ৩ জন সেনা সদস্য। এদিকে, বাগদাদের দুটি মার্কেটে পৃথক বোমা হামলায় ৫ জন নিহত হয়। এছাড়া বাগদাদের একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ২ জন নিহত হন। এসব ঘটনায় আহত হয় অন্তত ২৫ জন।
Latest News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *