জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজারের দুই ও নাইজেরিয়ার ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন। উভয় দেশের সীমান্তের কাছে শুক্রবার শতাধিক জঙ্গি হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ‘শুক্রবার, বোসোর কাছে সেনাসদস্যদের অবস্থানে শতাধিক বোকো হারাম জঙ্গি হামলা চালিয়েছে। এতে নাইজেরিয়ার দুই ও নাইজারের ৩০ সেনা সদস্য নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, শনিবার সকালে বোসোর পুরো নিয়ন্ত্রণ নিতে পাল্টা অভিযান চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে নাইজারের দক্ষিণাঞ্চল বেশ কয়েকবার বোকো হারামের হামলার লক্ষ্য হয়েছে। নাইজেরিয়ায় শক্তিশালী ঘাঁটি থাকায় সীমান্ত পেরিয়ে প্রতিবেশি নাইজারে বারবার অভিযান চালিয়ে আসছে বোকো হারাম। গত ছয় বছরে নাইজেরিয়া সরকার ও বোকো হারামের লড়াইয়ে অন্তত ২০ হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি গৃহহীন হয়েছেন অন্তত ২৬ লাখ মানুষ।
Read More News
CoinWan Latest Banlga Newspaper