ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাটি থেকে ৩৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে এবং কোটা টেরনেট থেকে ১২৬ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।
Read More News
এর আগে ভূমিকম্পটি মাত্রা ৬ দশমিক ৬ নির্ধারণ করেছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয়রা বড় ধরনের কম্পন অনুভূত করলেও তাত্ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এনওওএ সুনামি সতর্কতা সংস্থা বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর: দ্য ইন্ডিপেন্ডেন্ট।