রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রাজধানীর পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামাল পারভেজ। তিনি রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
Read More News
এদিকে রাজধানীর তুরাগ থানা এলাকার প্রত্যাশা সেতুর কাছে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
জানাযায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তল্লাশিকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ টঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।