গুপ্ত হত্যাকারীদের সূত্র খুঁজে পাচ্ছে সরকার

আজ শনিবার সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রকাশ্যে মানুষ হত্যা বন্ধ করতে পারলে সরকার গুপ্ত হত্যাও বন্ধ করতে পারবে। এ জন্য সময় দরকার। এরই মধ্যে গুপ্ত হত্যাকারীদের সূত্র খুঁজে পাচ্ছে সরকার।

শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন গুপ্তহত্যার জন্য আমাকে দায়ী করেছেন। অথচ খুন করার অভ্যাস বিএনপি নেত্রীরই রয়েছে। গুপ্তহত্যা করে দেশি বিদেশি যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদের ক্ষমা নেই। সেই সঙ্গে শুধু দাঁড়িয়ে না দেখে হত্যাকারীদের সবখানে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

এক-এগারোর সরকারের সময়ে ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন কারামুক্ত হন শেখ হাসিনা। এই দিনে আয়োজিত সভার শুরুতেই দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতারা।
Read More News

সভায় কারাগারে সময়ের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, কারাভোগের কষ্ট সহ্য করেও তিনি সব সময় নির্বাচন চেয়েছেন। আর নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। অথচ সরকারকে হেয় করতে মানুষ হত্যার পথ বেছে নিচ্ছে।

 

প্রধানমন্ত্রী বলেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *