তুরস্কের যুদ্ধবিমানগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে অবস্থানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং এতে ১৩ গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকির’এর কাছে এ বিমান হামলা চালানো হয়েছে। তুর্কি সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিমানগুলো সিরিত এবং হাককারি প্রদেশসহ উত্তরাঞ্চলীয় ইরাকে পিকেকে অবস্থানের ওপরও হামলা করেছে। শুক্রবার হাককারি প্রদেশে পিকেকে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একই দিনে ভান প্রদেশে সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে পিকেকে’র তিন গেরিলা নিহত হয়েছে। আঙ্কারা গত কয়েক মাস ধরে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পিকেকেবিরোধী বিশাল অভিযান পরিচালনা করছে। এ ছাড়া উত্তরাঞ্চলীয় ইরাকেও পিকেকে’র অবস্থানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে তুরস্ক।
Read More News
CoinWan Latest Banlga Newspaper