বিয়ে করেছেন অভিনেত্রী সানজিদা তন্ময়। বরের নাম কাজী এরশাদুর রশীদ। তিনি ওয়ার্ল্ড ভিশন-এর ডিরেক্টর। রেজাউল রিজুর বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রে ‘পানাই’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সানজিদা তন্ময়। সানজিদা তন্ময় জানান, বনির (এরশাদুর) সাথে অনেক দিন ধরে চেনাশোনা। বিয়ের কথাও অনেক দিন ধরেই হচ্ছিল। তা ছাড়া তাঁকে বেশির ভাগ সময় দেশের বাইরেই সময় দিতে হচ্ছিল। এবার দুই পরিবারের মতামতের ওপর ভিত্তি করেই গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ায় কাছের বন্ধুবান্ধব কাউকেই নিমন্ত্রণ করতে পারেননি সানজিদা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামী ডিসেম্বরে, তখন সবার আমন্ত্রণ- হেসে জানালেন সানজিদা তন্ময়।
Read More News
CoinWan Latest Banlga Newspaper