ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ডাংগী গ্রাম থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানার পুলিশ ওই নারীর বাড়ির পাশে একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা সাজেদা বেগম (৩০) এলাকায় সুদের ব্যবসা করতেন। কয়েক বছর আগে সাজেদা বেগমের বিয়ে হলেও পরে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর। গত শনিবার বিকেলে সাজেদার মোবাইল ফোনে অজ্ঞাত কোনো ব্যক্তি তাঁকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডাকে। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল রোববার সন্ধ্যায় এক ব্যক্তি পাটক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা জানান, ওই নারীর গলায় এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
Read More News
CoinWan Latest Banlga Newspaper