হুয়াওয়ের স্মার্টফোন কিনলে মিলবে সাকিব আল হাসানের সাথে ক্রিকেট খেলার সুযোগ। ‘প্লে উইথ সাকিব’ নামে এক অফারে এই সুযোগ দিচ্ছে চীনভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অফারটি চালু করেছে সংশ্লিষ্টরা।
হুয়াওয়ের স্মার্টফোন কিনলে প্রতিদিন দুইজন ভাগ্যবান ক্রেতা পাবেন বিশ্বের সেরা অলারাউন্ডারের সঙ্গে খেলার এই সুযোগ।
এছাড়াও এই অফারে প্রতিদিন দুইজন পাবেন হুয়াওয়ে ট্যাব এবং ১০জন পাবেন উন্নতমানের পাওয়ার ব্যাংক।
১০ জুন (শুক্রবার) থেকে ঈদের দিন পর্যন্ত আগের নিয়মিত বাজার মূল্য থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে হুয়াওয়ে স্মার্টফোন কিনতে পারবেন ক্রেতারা।
এ ব্যাপারে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা নিয়ে অনেক বেশি উত্তেজিত। আর আমরা বিশ্বসেরা ক্রিকেটার সাকিবকে নিয়ে আকর্ষণীয় এই অফার চালুর মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের ঈদের খুশি কিছুটা হলেও বাড়ানোর চেষ্টা করছি।’
Read More News
তিনি আরও বলেন, ‘হুয়াওয়ে ডিভাইস ক্রয় করে বিশ্বসেরা অলারাউন্ডারের সঙ্গে খেলার সুযোগ, ট্যাব ও পাওয়ার ব্যাংক জেতার সুযোগ তরুণ প্রজন্মসহ সবার কাছেই আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হবে বলে মনে করছি আমরা। ব্যবসায়িক চিন্তার বাইরে ক্রেতাদের জন্য সবসময় নতুন কিছু করার প্রয়াস আমাদের সবসময় থাকে।’
হুয়াওয়ে মোবাইল কেনার পর ম্যাসেজ অপশনে গিয়ে HW<স্পেস>IMEI লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে এই অফারে অংশ নেয়া যাবে।
CoinWan Latest Banlga Newspaper