বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রায়শই থাকেন তিনি। কখনও বলেন, ‘আভি তো পার্টি শুরু হুই’-এর সেটে কেউ তাকে অজ্ঞান করে ধর্ষণ করেছে, আবার কখনও অভিযোগ করেন সোনাক্ষী সিনহা এবং তার পরিবার তাকে মানসিকভাবে নির্যাতন করছে। আর এবার তো বিতর্কে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র।
এবার তার দাবি, সালমান খান এবং শত্রুঘ্ন সিনহা তাকে ধর্ষণ করেছেন! জয়পুরে থাকাকালীন পূজাকে সালমান এবং শত্রুঘ্ন মিলে ধর্ষণ করেন।
পূজা মিশ্র তার ফেসবুক পেজেও সে বিষয়ে ফলাও করে লিখেছেন। তার আরও অভিযোগ, অভি তো পার্টি শুরু হুই-এর সেটে কয়েকজন ভিডিওগ্রাফার তাকে অজ্ঞান করে নির্যাতন চালায় তার ওপর।
এর আগে পূজা বার বার অভিযোগ করেন, সোনাক্ষী সিনহা এবং তার পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার ক্ষতি করার চেষ্টা করছেন। ইন্ডাস্ট্রিতে তার ইমেজ খারাপ করতে চাইছেন হলেও সোনাক্ষীদের বিরুদ্ধে সরব হয়েছেন বিগ বসের ওই প্রাক্তন প্রতিযোগী।
Read More News
তবে সূত্র বলছে, পূজা সিজোফ্রেনিক। মাঝে মধ্যেই তিনি ওই ধরণের বিভিন্ন রকম আলটপকা মন্তব্য করে বসেন। যদিও পুলিশ এখনও এ বিষয়ে এখনও মুখ খোলেনি। সূত্র- ডিস্পাইসি ও ইন্ডিয়া ডটকম।
CoinWan Latest Banlga Newspaper