মেসির গোল, বড় জয় নিয়ে সেমিতে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিতে উঠেছে মেসির আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের এক নম্বর দেশ হিসেবে থাকা আর্জেন্টিনা। ২৩ বছর পর শিরোপা খরা কাটানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। পথে কেউ বাধা হয়েই দাঁড়াতে পারছে না। হিউস্টনে আগামী বুধবার প্রথম সেমি ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টাইনদের হয়ে গোল করেছেন গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি আর এরিক লামেলা। ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন রোনদোন। ম্যাচের অষ্টম মিনিটে আর্জেন্টিনার হয়ে লিড নেন নাপোলির তারকা হিগুয়েন। মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। সেমির টিকিট নিশ্চিতের ম্যাচে খেলার ২৮ মিনিটের মাথায় আবারো আর্জেন্টাইনদের এগিয়ে দেন হিগুয়েন (২-০)। প্রথমার্ধে ২-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় মেসি বাহিনী। প্রথমার্ধে ব্যবধান কমানোর সুযোগ মিলেছিল ভেনেজুয়েলার। ৪৪ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন লুইস ম্যানুয়েল। আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো পেনাল্টি শট রুখে দেন। বিরতির পর আরও দু’বার ভেনেজুয়েলার জালে বল জড়ায় আর্জেন্টিনা। খেলার ৬০ মিনিটের মাথায় বার্সেলোনার সেরা তারকা মেসির গোলে ৩-০ তে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। গাইতানের অ্যাসিস্ট থেকে দেশের জার্সি গায়ে নিজের ৫৪তম গোলটি করেন মেসি। ৭০ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোল করে ভেনেজুয়েলা। মোরালেসের অ্যাসিস্ট থেকে দলের একমাত্র গোলটি করেন রোনদোন (৩-১)। পরের মিনিটে আবারো ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। মেসির সহায়তায় দলের চতুর্থ গোলটি করেন লামেলা (৪-১)। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে সেমির টিকিট কাটে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। এবার একমাত্র দল হিসেবে গ্রুপপর্বের সব ম্যাচ জেতা আর্জেন্টাইনরা এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে রয়েছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *