সম্পর্কটা বেশ পেকেছে মনে হচ্ছে। আজকাল সব জায়গাতেই একসঙ্গে যাচ্ছেন সালমান খান আর লুলিয়া ভান্তুর। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেও দু’জনে আসবেন একসঙ্গে। বান্দ্রা দক্ষিণের বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টি, তার ভিআইপি অতিথিদের জন্যে বরাবরই আলোচনায় থাকে। রাজনীতি থেকে ফিল্ম, ব্যবসা থেকে খেলা, সব ক্ষেত্রের নামজাদারা নেমন্তন্ন পেয়ে থাকেন। এরকমই এক ইফতার পার্টিতে নতুন করে শুরু হয়েছিল হিন্দি ছবির বিখ্যাত দুই খান শাহরুখ আর সালমানের বন্ধুত্ব। দু’জনের ‘জাদু কি ঝাপ্পি’ নিয়েও চর্চা হয়েছিল প্রচুর। এবার যেমন সবাই তাকিয়ে আছেন সালমান-লুলিয়ার যুগল আবির্ভাবের দিকে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper