বছর দুয়েক আগে একটি ছবির শুটিং করতে ঢাকায় এসেছিলেন টালিউডের জনপ্রিয় নায়ক দেব। সেসময় ঢালিউডের প্রথম সারির নায়ক শাকিব খানের সঙ্গে দেখা হয় তার। এবার টুইটারে শাকিব খানের প্রশংসা করলেন দেব।
গত বৃহস্পতিআর ইউটিউবে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘শিকারি’ ছবির ‘হারাব তোকে’ গানটি। এই গান দেখে মুগ্ধ টালিউডের দেব। ছবির নায়িকা শ্রাবন্তী টুইটার শেয়ার করে দেব লিখেছেন, ওয়ে শিকারি, পুরাই শিকার মুডে। ‘শিকারি’ সিনেমার গানে আপনাকে (শ্রাবন্তী) দেখতে খুব চমত্কার লাগছে। শাকিবকে বলে দিন, তাকে ব্রিলিয়ান্ট দেখাচ্ছে।
Read More News
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ। এবার ঈদে ছবিটি মুক্তি পাবে।
CoinWan Latest Banlga Newspaper