আজ সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা। গতকাল রোববার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন মীর কাসেম আলী।
মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। পরে গত ৭ জুন তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।
Read More News
গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়। আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে সাত কার্যদিবসে এ মামলার শুনানি ২৪ ফেব্রুয়ারি শেষ হয়।
CoinWan Latest Banlga Newspaper