সিরীয় সীমান্তের কাছে এক আত্মঘাতী ট্রাক-বোমা হামলায় জর্ডানের ছয় নিরাপত্তা সদস্যকে হত্যার কথা স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি বলছে, এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসলামিক স্টেটের একজন যোদ্ধা গেল মঙ্গলবার প্রত্যন্ত রুকবান অঞ্চলে একটি অস্থায়ী শরণার্থী শিবিরের কাছে এই হামলা চালিয়েছেন। ইতিপূর্বে আইএস জর্ডানের সীমান্ত ভেঙে দেয়ার হুমকি দিয়েছিল। আইএসের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য জর্ডান। সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলাগুলোর মধ্যে জর্ডানের সামরিক বিমানও রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুকবান হামলাই জর্ডানের অভ্যন্তরে প্রথম হামলা। এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক-বোঝাই লরি নিয়ে উচ্চ গতিতে সিরীয় সীমান্ত থেকে জর্ডানের সামরিক পোস্টের কাছে এসে বিস্ফোরণ ঘটান। এই হামলায় চারজন সীমান্তরক্ষীসহ দুইজন বেসামরিক নিরাপত্তা সদস্য নিহত হন।
Read More News