বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দ্রার লুকাশেনকো সম্প্রতি এক ভাষণে নাগরিকদের পোশাক খুলে ফেলতে এবং ঘাম না ঝরা পর্যন্ত কাজ করার আহবান জানান। এ সময় তিনি জাতীয় অর্থনীতিতে প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরেন।
আলেকজান্দ্রারের আহবানে সাড়া দিয়ে হাজার হাজার নারী-পুরুষ কর্মস্থলে নগ্ন হয়ে কাজ করেছেন এবং এসব দৃশ্যের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘গেট নেকড অ্যাট ওয়ার্ক’ হ্যাশট্যাগ লিখে পোস্ট করেছে্। এই হ্যাশট্যাগটি পূর্ব ইউরোপসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
Read Our Latest News
প্রেসিডেন্ট আলেকজান্দ্রার আশা করেননি যে, নাগরিকরা তাঁর উপদেশ আস্থার সঙ্গে পালন করবে। 
CoinWan Latest Banlga Newspaper