রাত ৯টার দিকে পুলিশ ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় সৌদিপ্রবাসী জনৈক সুরুজ আলীর বাসায় অবৈধ ভিওআইএপি ব্যবসা চলছে বলে খবর পায়। সে অনুযায়ী ছয়তলা বাসার পাঁচতলায় অভিযান চালানো হয়। বাসার একটি ফ্ল্যাটে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে অবৈধ তিন ভিআইওপি ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় ভিআইওপি সরঞ্জাম, মোবাইল, সিপিইউ ও মনিটর।
বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা বিভিন্ন মোবাইল অপারেটরের তিন সহস্রাধিক সিম, তিনটি মোবাইল, সিম নিবন্ধনের একটি নোটপ্যাডসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Read More News
আটকরা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দিগপাইত গ্রামের জামাল আকন্দের ছেলে হুমায়ুন কবীর, বাকুরচর গ্রামের তৈয়ব আলীর ছেলে রুহুল আমীন এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কর্ণ দক্ষিণপাড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে জাহেদুল ইসলাম।
আটক ব্যক্তিরা এক বছর ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছিল বলে পুলিশ জানায়।
ওসি আরো জানান, ময়মনসিংহে এই প্রথম অবৈধ ভিআইওপি ব্যবসার সন্ধান পেয়েছে পুলিশ। আর একটি আঙুলের ছাপ দিয়ে ২০টি করে সিম নিবন্ধন করছিল আটক ব্যক্তিরা।