আজ বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ব্রেকিং নিউজে জানানো হয়, আইএল-৭৬ (IL-76) নামে একটি রুশ বিমান নিখোঁজ হয়েছে। এসময় প্লেনটিতে ১১ জন যাত্রী ছিলো বলে জানা গেছে।
Read More News
বিমানটিতে কোনো কারিগরী ত্রুটি ছিলোনা বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা। বিমানটিতে প্রচুর মালামাল বহন করা সম্ভব ছিলো। এল-৭৬ ইঞ্জিনের বিমানটি ৪২ হাজার লিটার পানি বহন করতে পারত।