চলতি বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের জয়রথ অব্যহত রয়েছে। গুরুত্বপূর্ণ নেভাদা ককাসেও স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছেন মুসলমান এবং অভিবাসীদের নিয়ে বিতর্ক সৃষ্টিকারী এই ট্রাম্প। সর্বশেষ ভোট গণনায় দেখা গেছে, ট্রাম্প ৪২ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। অপরদিকে, অাইওয়া ককাসে জয়ী টেক্সাস সিনেটর টেড ক্রাজ ২৪.৫ শতাংশ এবং ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও ২১.২ শতাংশ ভোট পেয়েছেন। প্রাথমিক ফলাফল ও এক্সিট পোলের উপর ভিত্তি করে সিএনএন ও ফক্স নিউজ এ পূর্বাভাস দিয়েছে। খবর পিটিআই’র যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এখন পর্যন্ত ৪টি রাজ্যে রিপাবলিকানদের ককাস বা প্রাইমারি অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছেন বিতর্কিত ট্রাম্প। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইওয়া ককাসে দ্বিতীয় স্থান পান তিনি। এই রাজ্যে জয়ী হন টেড ক্রাজ। তবে পরবর্তীতে সাউথ ক্যারোলিনা, নিউ হ্যাম্পশায়ার ও সর্বশেষ নেভাদা ককাসে ঘুরে দাঁড়ান ব্যবসায়ী ও রিয়েলিটি টিভি তারকা ট্রাম্প। নেভাদা ককাসে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। এই ককাস শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করে সিএনএন ও ফক্স নিউজ’র পূর্বাভাস। এদিকে, আগামী ১ মার্চ মঙ্গলবার ‘সুপার টিউজডে’ অনুষ্ঠিত হবে। মানে এদিন ১১টি রাজ্যে ককাস বা প্রাইমারি অনুষ্ঠিত হবে। ‘সুপার টিউজডে’র দিকেই এখন তাকিয়ে ট্রাম্পসহ রিপাবলিকানদের শীর্ষ সারির অন্য মনোনয়ন প্রত্যাশীরা কারণ এদিনের ফলাফলে কিছুটা আভাস পাওয়া যাবে রিপাবলিকান দল থেকে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী।
Read More News
CoinWan Latest Banlga Newspaper