সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে, গুলশান ক্যাফেতে হামলাকারীদের পরিচয় পাওয়া যাচ্ছে । সাইট ইন্টেলিজেন্স যে পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করেছে তার মধ্যে তিনজনের পরিচয় তুলে ধরেছেন তাদের স্কুল-কলেজের সহপাঠীরা।
Read Our Latest News
হামলাকারীদের একজন নিব্রাস ইসলাম। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা সাইট ইন্টেলিজেন্সে প্রকাশিত ছবি সনাক্ত করে ফেসবুকে তার ছবি ও পরিচয় তুলে ধরেছেন।

রোহান ইমতিয়াজ নামের আরেক জঙ্গির ছবি ফেসবুকে পাওয়া গেছে। রোহান ইমতিয়াজও স্কলাসটিকার সাবেক ছাত্র। বাবা-মার সঙ্গে তার ছবির পাশে দেওয়া হয়েছে সাইটের ছবি, যেখানে দুই ছবির মধ্যে মিল পাওয়া গেছে।

মীর সাবিহ মুবাশ্বের নামের আরেকজনের আগের ও সাইটের দেওয়া ছবি পাশাপাশি দিয়ে তার পরিচয় প্রকাশ করেছেন এক প্রবাসী। মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

এদিকে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সমালোচনাও ব্যাপক।
CoinWan Latest Banlga Newspaper