এক এগারোর কুশীলবদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, এক এগারোর সময় যারা লেখালেখি করেছেন, তাদের বিচারের কথা বলা হচ্ছে। কিন্তু যারা এক এগারোর কুশীলব তাদের বিচার হচ্ছে না। তাদের বিচারের কোনো কথাই বলা হচ্ছে না। যারা রাজনীতিকদের নিয়ে গিয়ে অত্যাচার করেছেন তাদের বিচার করতে হবে। বর্তমানে দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, কথায় কথায় গুম খুন চলছে। আজ কথা বলার অধিকার আমাদের নেই। শ্বাসরুদ্ধকর অবস্থায় বাংলাদেশে আছি। রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। ৫ জানুয়ারির ‘ভোটারবিহীন’ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে ভাষার বিকৃতি চলছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ।
Read More News
CoinWan Latest Banlga Newspaper