আজ রোববার ইরাকের রাজধানী বাগদাদে দুটি বোমা হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। মধ্য বাগদাদের দুটি এলাকায় এ হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার সকালে কাররাদা নামক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। রমজান মাসের শেষ উপলক্ষে কেনাকাটার উদ্দেশ্যে অনেক ইরাকি সেখানে ছিলেন। কাররাদা এলাকায় হামলার দায় স্বীকার করেছে আইএস।
Read More News
দ্বিতীয় বোমা হামলা হয় বাগদাদের আল শাব নামক শিয়া অধ্যুষিত এলাকায়। এ হামলায় অনেকে নিহত ও আহত হন।
CoinWan Latest Banlga Newspaper