ঈদের আগে শেষ শুক্রবারে বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাতে নেমেছে মানুষের ঢল। সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটার জন্য নগরীর সব শপিংমলে ভিড় করেছেন ছোট-বড় সব বয়সী ক্রেতা। ধনী-গরিব সবাই এখন ঈদের কেনাকাটায় মহাব্যস্ত। দিনভর যানবাহনের অতিরিক্ত চাপে নগরীর শপিংমলগুলোর মূল সড়কে ছিল প্রচন্ড যানজট।
ছুটির দিন হওয়ায় আজ রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানগুলোতে সকাল থেকেই ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকেই বিকেলের ভিড় এড়াতে সকাল-সকাল কেনাকাটা করতে এসেছেন। বিকাল ও সন্ধ্যায় ভিড়ের পরিমান আরও বেড়েছে। ক্রেতার এমন বাড়তি চাপ দেখে খুশি বিক্রেতারাও। ঈদের কেনাকাটায় বরাবরের মত ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে সব শ্রেণীর আয়ের মানুষ।
Read More News
এছাড়া নিউমার্কেট এলাকার গাউছিয়া, নিউ সুপার মার্কেট, চাঁদনী চক, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, ইস্টার্ন মল্লিকার দোকানগুলোতে যেমন ভীড় ফুটপাতেও তেমন। গাউছিয়া ও চাঁদনীচকে মেয়েদের হরেকরকমের পোশাক থাকায় সব বয়সী মেয়েরা কেনাকাটা করতে এখানে কেনাকাটা করতে আসছেন। এসব মার্কেটে পোশাকের পাশাপাশি জুয়েলারি, পাদুকা, বাচ্চাদের পণ্য ও প্রসাধন সামগ্রীসহ নানা পণ্যের বাহার থাকায় দিনরাতে নারী ক্রেতাদের ভীড় লেগে থাকছে।
একজন নারী ক্রেতা বললেন, দিনভর যানবাহনের অতিরিক্ত চাপ ও ক্রেতাদের ভীড় এড়াতে রাত সোয়া বারটার সময় পরিবারের সকলকে নিয়ে এসেছি শপিং সেন্টারে। বাচ্চারাও আনন্দ পাচ্ছে এবং আমরাও স্বাচ্ছন্দে কেনাকাটা করছি।
CoinWan Latest Banlga Newspaper