বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে পাঁচটি পোশাক কারখানার ভেতরে বিক্ষোভ।
ওই পাঁচ পোশাক কারখানা হলো সাভারের উলাইলে প্রতীক অ্যাপারেলস, রাজাশন এলাকায় মারহাবা টেক্সটাইল, ছায়াবীফি এলাকায় পিয়াসা গার্মেন্টস, কলমার জিনজিরা এলাকায় সিপিএম ও ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ডগরমোড়া এলাকায় জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড।
Read More News
শ্রমিকরা জানান, সকাল থেকে ওই পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া কয়েক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানায় প্রবেশ করে বিক্ষোভ মিছিল করে অবস্থান ধর্মঘট পালন শুরু করেন। বেতন ও বোনাস না পাওয়ায় ওই পাঁচটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকের ঘরে ফিরে পরিবারের সঙ্গে ঈদ করা অনিশ্চিত।
এদিকে, ডগরমোড়া এলাকায় জালাল আহমেদ নিট কম্পোজিট কারখানার মালিক হারুন মিয়া পলাতক রয়েছেন। বিভিন্ন স্থানেও খোঁজাখুঁজি করেও পুলিশ তার সন্ধান পায়নি। বকেয়া বেতন ও বোনাস না পাওয়ায় কারখানার ভেতরে অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, শিল্প পুলিশ-১-এর পরিচালক।