বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার রাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে এর তীব্রতা আরো বেড়ে গেছে। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা ত্রিমোর হয়ে টাঙ্গাইল পর্যন্ত দীর্ঘ ৪৪ কিলোমিটার যানজট দেখা দেয়। একদিকে যানজট, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উত্তরবঙ্গগামী গণপরিবহনের যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
সোমবার শেষ কর্মদিবসে শিল্পকারখানার শ্রমিকরা বেতন বোনাস পেয়ে দুপুরের পর থেকে হাজার হাজার শ্রমিক একযোগে বাড়ির পথে রওনা হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
Read More News
যানজটের কারণে উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া মহাসড়কে কোন লোকাল গাড়ি না থাকায় চন্দ্রা থেকে আসা পাশের স্টেশনের যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। চন্দ্রা ত্রিমোর থেকে ৩ শতাধিক বাস কাউন্ডার বন্ধ করে দেয়ায় উত্তরবঙ্গেও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। তবু নাড়ির টানে বাড়ি ফিরতে বাসগুলোর ভিতরে ও ছাদে রয়েছে যাত্রী ঠাসা। তাছাড়া ট্রাক, পিকআপ, লেগুনায় চেপেও যাচ্ছেন যাত্রীরা।
আশা করা যাচ্ছে দুপুরের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
CoinWan Latest Banlga Newspaper