একজন গাঁজা পাচারকারী, নাম তাঁর রশিদুল ইসলাম (২৫)। গায়ে লম্বা পাঞ্জাবি, পরনে পায়জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা। প্রথম দেখাতেই মনে হবে, নিষ্পাপ পরহেজগার যুবক। কিন্তু বাস্তবতা ভিন্ন।
সীমান্ত থেকে মাদক ব্যবসায়ীর হয়ে বিভিন্ন জায়গায় গাঁজা-ফেনসিডিলের চালান পৌঁছে দেওয়াই তার কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে অবাধে চলাফেরা করতেই এই লেবাস।
Read More News
গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার পুলিশ আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চার কেজি ভারতীয় গাঁজা। তিনি গাঁজার প্যাকেটটি একটি কালো ব্যাগে ভরে ইজিবাইকে রংপুর যাচ্ছিলেন নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিতে।
তিন হাজার টাকার বিনিময়ে তিনি গাঁজাগুলো নিয়ে হাতীবান্ধা থেকে রংপুরে জনৈক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
রশিদুল ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছেন। পোশাকের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেননি তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর রশিদুলের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper